মানুষের নৈতিক অবক্ষয় : এ দায় কার ?
চরিত্র মানুষের অমূল্য সম্পদ। চরিত্রহীন মানুষ চতুস্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট! এক শ্রেণির মানুষ বিবেক থাকা সত্ত্বেও খারাপ চরিত্রের কারণে পশুতে পরিণত হয়েছে! মানুষের নৈতিক অবক্ষয় দিনদিন লোপ পাচ্ছে। এদের জন্য বড়ই আফসোস হয়, এদের নিকৃষ্ট চরিত্র পশুত্বকেও হার মানায়! এদের দু:শ্চরিত্রের বিগলিত দূর্গন্ধ সারা দেশে ছড়িয়ে পড়ছে। যা প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়ায় দেখতে পাই! এ […]